ভিয়েনা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ৭ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপার আবাইপুরের সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল এর সমর্থকদের উপর নৌকার প্রার্থী আব্দুল হাই এর সমর্থকরা  হামলা চালিয়েছে। এতে ৩ জন মারাত্বক ভাবে আহত হয়।
আজ সোমবার সন্ধার পর মীন গ্রাম বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে। তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়াই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, মীনগ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মোঃ আকাশ শেখ (৫৬), মৃত ইবাদত মীরের ছেলে টুটুল মীর (৪৫) এবং গোলাপ মোল্লার ছেলে রবিউল মোল্লা (৫০)। আহতরা প্রত্যেকেই মীনগ্রাম বাজারের ব্যবসায়ী।
হামলায় আহত মীনগ্রাম বাজারের সার ব্যবসায়ী রবিউল মোল্লা সহ আহত ব্যবসায়ীরা জানান, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থক। সন্ধ্যার পর মীনগ্রাম বাজারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলাম। হঠাৎ করেই নৌকার প্রার্থী আব্দুল হাই এর সমর্থক ও তার ক্যাডারবাহিনী, রাসেল জোয়ার্দ্দার (৪০), কলি শেখ (২৮), বিপুল শেখ (৩২), শিমুল শেখ (৩২), পলাশ শেখ (৩২), মোতাহার শেখ (৪২), নিমাই শেখ (৩২), পিকুল শিকদার (৪৪), মধু শেখ (৪৫), নাজমুল (২৮), পারভেজ বিশ্বাস (৪৫) আতিয়ারসহ বেশ কিছু লোক দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়।
এই ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাশ মন্ডল জানান, আবাইপুর ইউনিয়নের মীনগ্রামের হামলার ঘটনা ঘটেছে জেনে দ্রুত ঘটনা স্থলে এসেছি, এতে রবিউল নামে একজন সহ মোট ৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। তবে হামলাকারী এবং আহতরা  কে কোন গ্রুপের সমর্থক সে বিষয়ে এখনো কোন তথ্য নিশ্চিত হতে পারে নি।
উল্ল্যেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরুল ইসলাম দুলাল নির্বাচনে অংশ নিচ্ছে।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা

আপডেটের সময় ০৮:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপার আবাইপুরের সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল এর সমর্থকদের উপর নৌকার প্রার্থী আব্দুল হাই এর সমর্থকরা  হামলা চালিয়েছে। এতে ৩ জন মারাত্বক ভাবে আহত হয়।
আজ সোমবার সন্ধার পর মীন গ্রাম বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে। তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়াই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, মীনগ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মোঃ আকাশ শেখ (৫৬), মৃত ইবাদত মীরের ছেলে টুটুল মীর (৪৫) এবং গোলাপ মোল্লার ছেলে রবিউল মোল্লা (৫০)। আহতরা প্রত্যেকেই মীনগ্রাম বাজারের ব্যবসায়ী।
হামলায় আহত মীনগ্রাম বাজারের সার ব্যবসায়ী রবিউল মোল্লা সহ আহত ব্যবসায়ীরা জানান, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থক। সন্ধ্যার পর মীনগ্রাম বাজারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলাম। হঠাৎ করেই নৌকার প্রার্থী আব্দুল হাই এর সমর্থক ও তার ক্যাডারবাহিনী, রাসেল জোয়ার্দ্দার (৪০), কলি শেখ (২৮), বিপুল শেখ (৩২), শিমুল শেখ (৩২), পলাশ শেখ (৩২), মোতাহার শেখ (৪২), নিমাই শেখ (৩২), পিকুল শিকদার (৪৪), মধু শেখ (৪৫), নাজমুল (২৮), পারভেজ বিশ্বাস (৪৫) আতিয়ারসহ বেশ কিছু লোক দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়।
এই ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাশ মন্ডল জানান, আবাইপুর ইউনিয়নের মীনগ্রামের হামলার ঘটনা ঘটেছে জেনে দ্রুত ঘটনা স্থলে এসেছি, এতে রবিউল নামে একজন সহ মোট ৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। তবে হামলাকারী এবং আহতরা  কে কোন গ্রুপের সমর্থক সে বিষয়ে এখনো কোন তথ্য নিশ্চিত হতে পারে নি।
উল্ল্যেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরুল ইসলাম দুলাল নির্বাচনে অংশ নিচ্ছে।
শেখ ইমন/ইবিটাইমস