ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী শাওনসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ভোলা দক্ষিণ প্রতিনিধি: লালমোহন-তজুমদ্দিন (ভোলা-৩) আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

আওয়ামী লীগের নৌকা নিয়ে নূরুন্নবী চৌধুরী শাওন ও জাতীয় পার্টি (জেপি)র সাইকেল প্রতীক নিয়ে নূরুন্নবী চৌধুরী শাওন এর স্ত্রী ফারজানা চৌধুরীর নতুন চমক। ৫ প্রার্থীর ৪ জনই দলীয় প্রতীকে এবং ১জন স্বতন্ত্র হিসেবে আছেন এই আসনে। আসনটিতে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ (নৌকা) নূরুন্নবী চৌধুরী শাওন, জেপি (সাইকেল) ফারজানা চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল) মাওলানা কামাল উদ্দিন, বাংলাদেশ কংগ্রেস ( ডাব) আলমগীর ও স্বতন্ত্র মেজর (অব:) জসিম উদ্দিন।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন টানা ১৪ বছর আসনটিতে সংসদ সদস্য হিসেবে এলাকার বহুমাত্রিক উন্নয়ন ও জনগনের কল্যাণে কাজ করেছেন। যার ফলে এবারো ভোটারদের আগ্রহ মূলত তাকে ঘিরেই।

শুধু তাই নয় ভোটার ও দলের নেতাকর্মীরা বলছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কা নিয়ে ব্যালট বিপ্লবে বিজয়ী হওয়ার ক্ষেত্রে বাকীরা নূরুন্নবী চৌধুরী শাওনের নিকট কোন বিষয়ই নয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »