পিরোজপুর প্রতিনিধি: নৌকার পক্ষে কাজ করায় পিরোজপুরের বিএনপি ও যুবদলের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছেন সংশ্লিষ্ট সংগঠন। শনিবার (০২ ডিসেম্বর) দুুপুরে সংশ্লিষ্ট সংগঠন এমন তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে,পিরোজপুরের ভান্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক মো. অহিদুল ইসলাম পিরোজপুর-২ আসনের নৌকার প্রার্থী কানাই লাল বিশ^াসের পক্ষে এবং নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানী পিরোজপুর-১ আসনের নৌাকা প্রার্থী শ.ম রেজাউল করিমের পক্ষে প্রচার প্রচারনায় অংশ নিয়েছেন। তাই তাদের দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে জেলার ভান্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক মো. অহিদুল ইসলাম ও জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানীকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান সহ দলে তাদের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রে প্রেরন করা হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও যুগ্ম আহŸায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে জানানো হয়, জেলার ভান্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক মো. অহিদুল ইসলামকে দলীয় পদ-পদবী থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
এ ছাড়া অন্য একটি প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, ওই একই রাতে জেলা দপ্তরের দায়িত্বে থাকা যুবদলের যুগ্ম আহŸায়ক তানজিদ হাসান শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এবং জেলা যুবদলের আহŸায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদে যৌথ সিদ্ধান্তে জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানীকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়।
পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানী ও জেলার ভান্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক মো. অহিদুল ইসলাম উভয়কে দলীয় পদ-পদবী থেকে অব্যহতি প্রদান করা হয় এবং একই সাথে সহ তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জেলার ভান্ডারিয়া পৌর বিএনপির ওই নেতার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপণ্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান সহ প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যহতি দেয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে।
তবে অব্যহতি দেওয়া ওই নেতার সাথে মুঠোফোনে কথা বলতে ফোন দিলে তিনি তা রিসিভ না করায় তার কোন বক্তব্য দেয়া সম্ভব হয় নি।
পিরোজপুর জেলা যুবদলের অহŸায়ক মারুফ হাসান জানান, বিএনপির চলমান গনতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহন না করে গোলাম রাব্বানী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পক্ষে নির্বাচনীয় প্রচার প্রচারনায় অংশ গ্রহন করার সুনির্দিষ্ট অভিযোগের তথ্য প্রমানের ভিত্তিতে তাকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
উপজেলা যুবদলের দলীয় পদ থেকে অব্যহতি পাওয়া ওই নেতা জানান, এর আগে উপজেলা যুবদলের কমিটি পুর্নাঙ্গ কমিটি হওয়ার সময় তিনি দলের সভাপতি ও সম্পাদকের পদ বানিজ্যর অভিযোগ এনে সংগঠন থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু জেলা কমিটি তখন তা গ্রহন করেন নি।
তিনি আরো বলেন, অর্থনৈতিক সমস্যা ও তার শাররীক অসুস্থতার কারনে তিনি সংগঠনের কার্যক্রম চালাতে পারছেন না।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস