ঝালকাঠিতে দলছেড়ে চলে আসা শাহজাহান ওমরকে নিয়ে এলাকায় পরস্পর মিশ্র প্রতিক্রিয়া চলছে

ঝালকাঠি প্রতিনিধিঃ  বিএনপির ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম) ঝালকাঠি -১ আসনে নৌকার প্রার্থী হওয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিএনপিতে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে দল তাকে বহিষ্কার করা হয়েছে। প্রেস কনফারেন্স করে এবং ভিডিও বিবৃতি দিয়ে তাকে ভৎসনা করেছেন দলটির স্থানীয় নেতারা । তবে কিছু সংখ্যক ছাত্রদল ও যুবদল কর্মীরা ক্ষুব্দ হয়ে শাহজাহান কুশপুত্তিলিকা দাহ করেছে। ওমরের এমন সিদ্ধান্তে দলটিতে তেমন কোন প্রভাব পরবেনা বলে তারা জানিয়েছেন।

এদিকে বিএনপির শীর্ষস্থানীয় এই নেতাকে আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন দেয়ার স্থানীয় নেতাকর্মিসহ সাধারন ভোটারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই পরিস্থিতিতে ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপি ছেড়ে চলে যাওয়ায় বিএনপি হাল ধরছেন রাজাপুরের বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল। ব্যারিস্টার শাহজাহান ওমর এখনো নির্বাচনী এলাকায় আসেনি। প্রতীক বরাদ্দের পরে এলাকায় আসতে পারেন বলে তথ্য পাওয়া গেছে এবং তিনি এলাকায় ফিরে এলে পরিস্থিতি ভিন্নরকমও হতে পারে।

দীর্ঘ পয়তাল্লিশ বছর বিএনপির রাজনীতি করার পর বৃহস্পতিবার দুপুরে ঢাকাস্থ নিজ কার্যালয়ে প্রেসকনফারেন্স ডেকে দল থেকে পদত্যাগের ঘোষনা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন দলটির ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)। সেই সাথে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে ঝালকাঠি -১ আসনে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেন তিনি। দলের ভাইস চেয়ারম্যানের এমন কর্মকান্ডে তারা যেমন ক্ষুব্ধ হয়েছেন তেমনি হতাশও হয়েছেন। তারা জানিয়েছেন, বিএনপির স্বার্থে কাজ না করে তিনি নিজের আখের গুছিয়েছেন। তিনি বিএনপি থেকে তিন বার সংসদসদস্য হয়েছেন, হয়েছেন আইন ও ভূমিপ্রতিমন্ত্রী।

আওয়ামী লীগে যোগদিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় শাহজাহান ওমরকে নব্য মিরজাফর আখ্যায়িত করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদস্য সচিব, জেলা বিএনপি, ঝালকাঠি।

উপজেলা আওয়ামী লীগের সভঅপতি এ্যাড খায়রুল আলম সরফরাজ বলেন, ব্যারিস্টার শাজাহান ওমরের হাতে একসময় লাঞ্ছিত হওয়ার কথা জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, হঠাৎ প্রাথর্ী পরিবর্তন হওয়াটা দলের নেতাকমর্ীরা মেনে নিতে পারছেন না। তবে এখন দল যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী কাজ বাধ্যহয়ে করতে হবে।

স্বতন্ত্রপ্রার্থী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য এম মনিরুজ্জামান শাহজাহান ওমরের প্রার্থিতা নিয়ে বলেন এই আসনে শাহজাহান ওমরকে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা মেনে নেবেন না। তাঁকে রাজাপুর ও কাঁঠালিয়ার জনগণ প্রত্যাখ্যান করবেন।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন সংঘর্ষের পর ডজন তিনেক মামলা করে পুলিশ। তারপর দলটির আরো অনেক নেতকর্মীর পাশাপাশি শাহজাহান ওমরকেও গ্রেপ্তার করা হয় গত ৪ নভেম্বর ভোরে। পরে তাকে নিউ মার্কেট থানার বাস পোড়ানোর মামলায় চার দিনের রিমান্ডে পাঠানো হয়। বিএনপির অবরোধের মধ্যে গত ৪ নভেম্বর সন্ধ্যায় গাউছিয়া মার্কেট এলাকায় মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বাসচালক বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করেন। রিমান্ড শেষে শাহজাহান ওমরকে গত ৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। প্রায় চার সপ্তাহ কারাবন্দী থাকার পর গতকাল বুধবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর। সন্ধ্যার পরই কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে এক সংবাদ সম্মেলনে এসে আওয়ামী লীগে যোগ দেয়া এবং ঝালকাঠি-১ আসনে তাঁকে মনোনয়ন দেয়ার কথা জানান দেওয়ার কথা জানান শাহজাহান ওমর।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »