ভিয়েনা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ ‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলছে পঞ্চম দিনে আপিল শুনানি বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ : মিলার ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পতন অব্যাহত জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে জেনারেল সাহির শামশাদ মির্জার সাক্ষাৎ শহীদদের স্মরণে লালমোহনে জামায়াতে দোয়া মোনাজাত গণভোট আয়োজনে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে : আলী রীয়াজ

টাঙ্গাইলের কালিহাতী আসনে দুই ভাই লতিফ ও মুরাদ সিদ্দিকীর মনোনয়নপত্র জমা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ১২ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিদ্দিকী পরিবারের দুই সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং তার ছোট ভাই মুরাদ সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

জানা যায়, আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে একাধিকবার এমপি নির্বাচন হয়ে মন্ত্রী হয়েছেন। বিগত ২০১৪ সালে আপত্তিকর মন্তব্যের জেরে আওয়ামী লীগ ও মন্ত্রীসভা থেকে বাদ পড়েন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিগত ২০১৮ সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরবর্তীতে নির্বাচন থেকে সরে যান। লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকীর সহধর্মিণী সাবেক এমপি লায়লা সিদ্দিকী ও করটিয়া সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে লতিফ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার রুমে প্রবেশ করেন ছোট ভাই ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী। তিনি মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দেন। জেলা ছাত্রলীগের সাবেক নেতা মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) এবং টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল সদর আসন থেকে ইতিপূর্বে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়ে পরাজিত হন।

মুরাদ সিদ্দিকীর মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাবুল সিদ্দিকী, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রানা সিদ্দিকী, বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আসলাম ও জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজুসহ নেতাকর্মীরা।

এদিকে দুই ভাইয়ের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি কালিহাতীসহ পুরো জেলার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতুহলের সৃষ্টি করেছে। এজন্য উৎসুক মানুষ কালিহাতী উপজেলা চত্ত্বরে এসে ভীড় করেন। টাঙ্গাইলের আলোচিত সিদ্দিকী পরিবারের পৈত্রিক নিবাস কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের কালিহাতী আসনে দুই ভাই লতিফ ও মুরাদ সিদ্দিকীর মনোনয়নপত্র জমা

আপডেটের সময় ০৭:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিদ্দিকী পরিবারের দুই সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং তার ছোট ভাই মুরাদ সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

জানা যায়, আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে একাধিকবার এমপি নির্বাচন হয়ে মন্ত্রী হয়েছেন। বিগত ২০১৪ সালে আপত্তিকর মন্তব্যের জেরে আওয়ামী লীগ ও মন্ত্রীসভা থেকে বাদ পড়েন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিগত ২০১৮ সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরবর্তীতে নির্বাচন থেকে সরে যান। লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকীর সহধর্মিণী সাবেক এমপি লায়লা সিদ্দিকী ও করটিয়া সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে লতিফ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার রুমে প্রবেশ করেন ছোট ভাই ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী। তিনি মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দেন। জেলা ছাত্রলীগের সাবেক নেতা মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) এবং টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল সদর আসন থেকে ইতিপূর্বে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়ে পরাজিত হন।

মুরাদ সিদ্দিকীর মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাবুল সিদ্দিকী, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রানা সিদ্দিকী, বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আসলাম ও জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজুসহ নেতাকর্মীরা।

এদিকে দুই ভাইয়ের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি কালিহাতীসহ পুরো জেলার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতুহলের সৃষ্টি করেছে। এজন্য উৎসুক মানুষ কালিহাতী উপজেলা চত্ত্বরে এসে ভীড় করেন। টাঙ্গাইলের আলোচিত সিদ্দিকী পরিবারের পৈত্রিক নিবাস কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস