টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ী) আসন: মো. আব্দুর রাজ্জাক (আওয়ামী লীগ), মো: রফিকুল ইসলাম (জাকের পার্টি), মোহাম্মদ আলী (জাতীয় পাটি), খন্দকার আনোয়ারুল হক (স্বতন্ত্র) ও ফারুক আহমেদ (কৃষক শ্রমিক জনতা লীগ)।
টাঙ্গাইল-২ (গোপালপুর- ভুঞাপুর) আসন: ছোট মনির (আওয়ামী লীগ), মো:ইউনুছ ইসলাম তালুকদার (স্বতন্ত্র), মো:সাইফুল ইসলাম (এনপিপি), মো: হুমায়ুন কবির তালুকদার (জাতীয় পার্টি), গোলাম ছরোয়ার (গনফ্রন্ট), এনামুল হক মন্জু (জাকের পার্টি) ও মো: রেজাউল করিম (বাংলাদেশ কংগ্রেস)।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন: মো:কামরুল হাসান খান (আওয়ামী লীগ), মো: জাকির হোসেন (বিএনএম), আমানুর রহমান খান রানা (স্বতন্ত্র), ফরিদা রহমান খান (স্বতন্ত্র), মো: সাখাওয়াত খান সৈকত (বাংলাদেশ সাম্যবাদী দল), আব্দুল আজিজ খান (জাকের পার্টি), মো. আব্দুল হালিম (জাতীয় পার্টি), মো: হাসান আল মামুন সোহাগ (এনপিপি)
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন: মো: মোজহারুল ইসলাম তালুকদার (আওয়ামী লীগ), আবদুল লতিফ সিদ্দিকী (সতন্ত্র), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র), মো: লিয়াকত আলী (জাতীয় পার্টি), সারওয়াত সিরাজ (স্বতন্ত্র), মোন্তাজ আলী (জাকের পার্টি), শহিদুল ইসলাম (তৃণমূল বিএনপি), এস এম আবু মোস্তফা (জাসদ), মো: শুকুর মামুদ (বিএসপি) ও সাদেক সিদ্দিকী (জাতীয় পাটি জেপি)।
টাঙ্গাইল-৫ (সদর) আসন: মো: মামুন-অর-রশীদ মামুন (আওয়ামী লীগ), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র), খন্দকার আহ্সান হাবিব (স্বতন্ত্র), মো: মোজাম্মেল হক (জাতীয় পার্টি), মো: তৌহিদুর রহমান চাকলাদার (বিএনএম), মেহেনিগার হোসেন (স্বতন্ত্র), ছানোয়ার হোসেন (স্বতন্ত্র), মো:জামিলুর রহমান মিরন (স্বতন্ত্র), মো:হাসরত খান ভাসানী, মো:শরীফুজ্জামান খান (তৃনমুল বিএনপি) ও মো: দুলাল মিয়া (জাকের পাার্টি)।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন: আহসানুল ইসলাম টিটু (আওয়ামী লীগ), মুহাম্মদ আশরাফুল ইসলাম (স্বতন্ত্র), সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র), মো: আবুল কাশেম (জাতীয় পাটি), মোহাম্মদ মামুনুর রহমান (জাতীয় পাটি জেপি), খন্দকার ওয়াহিদ মুরাদ (বিএনএম), মো:আব্দুল হাফেজ বিলাস (স্বতন্ত্র), মো. জাকিরুল ইসলাম (স্বতন্ত্র), তারেক শামস খান (স্বতন্ত্র), মোহাম্মদ আনোয়ার হোসেন (তরিকত ফেডারেশন), আব্দুল করিম (বিএসপি), কাজী এটিএম আনিসুর রহমান (আ.লীগের বিদ্রোহী) ও মো:রাকিব হোসেন (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন: খান আহমেদ শুভ (আওয়ামী লীগ), মো: মোশারফ হোসেন (স্বতন্ত্র), গোলাম নওজব চৌধুরী (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি), মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র), মো: জহিরুল ইসলাম জহির (জাতীয় পার্টি), মো: মঞ্জুর রহমান মজনু (জাসদ), মো:মোক্তার হোসেন (জাকের পার্টি), মো: আরমান হোসেন তালুকদার (কৃষক শ্রমিক জনতা লীগ), রূপা রায় চৌধুরী (বাংলাদেশ কংগ্রেস) ও রাফিউর রহমান খান ইউসুফজাই (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন: অনুপম শাহজাহান জয় (আওয়ামী লীগ), মো: রেজাউল করিম (জাতীয় পার্টি), পারুল (তৃণমূল বিএনপি), মো:আবুল হাসেম (বাংলাদেশ বিকল্পধারা), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ), আ: জলিল (জাকের পার্টি) ও মো: মোস্তফা কামাল (বাংলাদেশ কংগ্রেস)।
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।