মনোনয়নপত্র দাখিল করলেন ব্যারিস্টার সুমন, কর্মী সমর্থকদের ঢল

হবিগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে চুনারুঘাট পৌর শহরে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন । এসময় তার কয়েক হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে গত রবিবার ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে যে তিন সহস্রাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার সুমনও। তিনি জাতীয় সংসদের ২৪২ নম্বর আসন (হবিগঞ্জ-৪; চুনারুঘাট-মাধবপুর) থেকে মনোনয়নপত্র তুলেছিলেন। কিন্তু সেখানে নৌকার টিকিট পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন সৈয়দ সায়েদুল হক সুমন। তার প্রতিশ্রুতি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ বুধবার মনোনয়ন পত্র দাখিল করেন ।

হাইকোর্টের এই আইনজীবী ২০১২ সালের ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে অব্যাহতি নেন।২০২০ সালের ১৪ নভেম্বর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সুমন। কিছুদিন পর ২০২১ সালের আগস্টে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

এদিকে একই সময়ে নৌকা মার্কা প্রতীকে দলীয় মনোনয়ন দাখিল করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »