টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিক্রম হাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত মহিলার লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
আজ মঙ্গলবার ২৮ নভেম্বর বেলা ৩ টার দিকে সদর উপজেলার বিক্রম হাটি ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালাম মিয়া বলেন,স্থানীয়রা থানায় মোবাইল করে জানালে আমি সহ একটি পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল থানায় রাখা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হবে। অজ্ঞাত ব্যক্তির লাশটির কোথাও আঘাত দেখা যায়নি। তবে ময়নাতদন্ত করলে বিস্তারিত জানাতে পারবো।
তিনি আরও জানান, লাশের এখন পর্যন্ত কোন ঠিকানা পাওয়া যায়নি। তবে লাশটি মহিলা মানুষের। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ হবে। ঠিকানা পাওয়া গেলে পরিবারকে খবর দেওয়া হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস