ইবিটাইমস ডেস্ক: মলদোভায় গিয়ে কুকুরের কামড় খেয়েছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভেন ডার বেলেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
বৃহস্পতিবার মলদোভার প্রেসিডেন্টের সরকারি ভবনের কোর্টইয়ার্ডে হাঁটছিলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। সে সময় মলদোভার প্রেসিডেন্ট মিয়া সান্দুর কুকুরকে আদর করার চেষ্টা করেন তিনি। আর তখনই কামড় দিয়ে দেয় কুকুরটি।
এ ঘটনায় ক্ষমা চেয়েছেন মলদোভার প্রেসিডেন্ট। তিনি বলেন, ওই সময় কুকুরটি অনেক মানুষ দেখে ভয় পেয়ে যায়। আর ভয় থেকেই আদর করতে আসা অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে কামড়ে দেয়। তার কুকুরটির নাম কোদরত।
শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ভেন ডার কুকুরের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। তিনি লেখেন, প্রত্যেকেই জানেন আমি কুকুরকে কতটা ভালোবাসি। তবে কুকুর কামড়ানোর পরও আমাদের মিটিং ভালো হয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল