ভিয়েনা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ কমিউনিটি শান্তা কলেমা অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ৫ সময় দেখুন

বার্সেলোনা থেকে জেবুন্নেছাঃ অগ্রযাত্রা ও প্রগতির লক্ষে “মানুষ ও মানবতার কথা বলবো” এ প্রত্যয় ব্যক্ত করে  শান্তা কলোমার স্হানীয় অডিটরিয়মে ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার বাংলাদেশ কমিউনিটি শান্তা কলোমা বার্সেলোনার অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক আওলাদ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুরশিদ আলম বাদল, দুই পর্বের অনুষ্ঠানে সহযোগী সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ও ইকরাম বাবু।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন   বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেন এর কাউন্সিলর শ্রম সচিব মুহাম্মদ মুতাসিমুল ইসলাম,বিশেষ অতিথি অনারারি কনস্যুলেট বাংলাদেশ দুতাবাস বার্সেলোনা স্পেন শাখার সিনিয়র রামন পেদ্রো।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এনায়েত হোসেন,গীতা পাঠ করেন সুপ্তি বোস।কোরাস কন্ঠে জাতীয় সঙ্গীত শেষে অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম স্বপন,কার্যকরী কমিটির নাম ঘোষনা করে প্রবিন সাংগঠনিক ও সংগঠনের উপদেষ্টা মোশারফ বেপারী।

বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেন এর শ্রম বিষয়ক সচিব মুনতাসিমুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অনারারি কনস্যুলেট বাংলাদেশ দুতাবাস বার্সেলোনা স্পেন শাখার সিনিয়র রামন পেদ্রো, বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা আলাউদ্দিন হক নেছা,বাংলাদেশ চেম্বার অব কমার্স সভাপতি সোহেল গাজী,সমাজ কর্মী কামরুল মোহামেদ, সাংবাদীক নুরুল ওয়াহীদ,মোখলেছুর রহমান নাছিম, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মাসুদ হোসেন,শফিকুল ইসলাম স্বপন,মোশারফ বেপারী,আলমাস উদ্দিন,বখতিয়ার রহমান,শহিদ খালাসী প্রমুখ।অন্যন্ উপস্হিতি শফিকুর রহমান,উত্তম কুমার, সাব্বির আহম্মদ দুলাল,শাহাব উদ্দিন সহ সামাজিক সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তি বর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে জন কল্যানে প্রগতীশীল সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, সুখ দুঃখ হাসি কথা ভরা বৈদেশীক জীবনে সুসাংগঠনি ব্যক্তি বর্গের তুলনা চলে না।বিদেশে বসবাসরত মানুষের জন্য ওয়েজ আনার কার্ড এর গুরুত্ব বিশ্লেষন করেন বলেন ওয়েজ আনার কার্ড শুধু লাশ পাঠানোর কার্ড না এটা রেমিটেন্স যোদ্ধাদের আইডেনটি।

সিনিয়র রামন পেদ্রো বার্সেলোনায় বসবাসকারী সকল বাংলাদেশীর ভূয়সী প্রসংশা সহ সুখে এবং দুঃখে পাশে থাকার অংগীকার ব্যক্ত করেন। সভাপতি খুরশিদ আলম বাদল সমাপনি বক্তব্যে বলেন আমার বাংলাদেশ আমার ভালোবাসা,মানুষ এবং মানবিকতার কথা বলতে আমরা অংঙ্গীকারাবদ্ধ।আমার প্রিয় বাংলা ভাষা ভাষীদের সাথে একাত্ব হবো বলে আমাদের এই সংগঠন।তিনি।অতিথি সহ সকলের সহযোগিতা কামনা করে  অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করেন।

সাংস্কৃতিক পর্বে রাজু গাজীর “এই জ্বালা আর প্রানে সহে না” গানের সুর যেন সকলের মন ছুয়ে যায়।অহনা দীবা,প্রিতম সহ বার্সেলোনা ও সান্তা কলোমার শিশু কিশোর শিল্পীরা অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন।

খুরশিদ আলম বাদল সভাপতি,মোখলেছুর রহমান নাসিম সিঃ সহ সভাপতি,বখতিয়ার রহমান সহ সভাপতি,আওলাদ শিকদার সাধারন সম্পাদক, মুরাদুর রহমান যুগ্ন সাধারন সম্পাদক,মামুনুর রহমান সাংগঠনিক সম্পাদক,একরামুল্লাহ বাবু দপ্তর সম্পাদক,নাসরিন করিম মহিলা সম্পাদক,রাজু গাজী সাংস্কৃতিক সম্পাদকও অহনা দীবাকে সহ সাংস্কৃতিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

বার্সেলোনা/ইবিটাইমস 

 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ কমিউনিটি শান্তা কলেমা অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বার্সেলোনা থেকে জেবুন্নেছাঃ অগ্রযাত্রা ও প্রগতির লক্ষে “মানুষ ও মানবতার কথা বলবো” এ প্রত্যয় ব্যক্ত করে  শান্তা কলোমার স্হানীয় অডিটরিয়মে ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার বাংলাদেশ কমিউনিটি শান্তা কলোমা বার্সেলোনার অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক আওলাদ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুরশিদ আলম বাদল, দুই পর্বের অনুষ্ঠানে সহযোগী সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ও ইকরাম বাবু।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন   বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেন এর কাউন্সিলর শ্রম সচিব মুহাম্মদ মুতাসিমুল ইসলাম,বিশেষ অতিথি অনারারি কনস্যুলেট বাংলাদেশ দুতাবাস বার্সেলোনা স্পেন শাখার সিনিয়র রামন পেদ্রো।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এনায়েত হোসেন,গীতা পাঠ করেন সুপ্তি বোস।কোরাস কন্ঠে জাতীয় সঙ্গীত শেষে অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম স্বপন,কার্যকরী কমিটির নাম ঘোষনা করে প্রবিন সাংগঠনিক ও সংগঠনের উপদেষ্টা মোশারফ বেপারী।

বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেন এর শ্রম বিষয়ক সচিব মুনতাসিমুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অনারারি কনস্যুলেট বাংলাদেশ দুতাবাস বার্সেলোনা স্পেন শাখার সিনিয়র রামন পেদ্রো, বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা আলাউদ্দিন হক নেছা,বাংলাদেশ চেম্বার অব কমার্স সভাপতি সোহেল গাজী,সমাজ কর্মী কামরুল মোহামেদ, সাংবাদীক নুরুল ওয়াহীদ,মোখলেছুর রহমান নাছিম, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মাসুদ হোসেন,শফিকুল ইসলাম স্বপন,মোশারফ বেপারী,আলমাস উদ্দিন,বখতিয়ার রহমান,শহিদ খালাসী প্রমুখ।অন্যন্ উপস্হিতি শফিকুর রহমান,উত্তম কুমার, সাব্বির আহম্মদ দুলাল,শাহাব উদ্দিন সহ সামাজিক সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তি বর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে জন কল্যানে প্রগতীশীল সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, সুখ দুঃখ হাসি কথা ভরা বৈদেশীক জীবনে সুসাংগঠনি ব্যক্তি বর্গের তুলনা চলে না।বিদেশে বসবাসরত মানুষের জন্য ওয়েজ আনার কার্ড এর গুরুত্ব বিশ্লেষন করেন বলেন ওয়েজ আনার কার্ড শুধু লাশ পাঠানোর কার্ড না এটা রেমিটেন্স যোদ্ধাদের আইডেনটি।

সিনিয়র রামন পেদ্রো বার্সেলোনায় বসবাসকারী সকল বাংলাদেশীর ভূয়সী প্রসংশা সহ সুখে এবং দুঃখে পাশে থাকার অংগীকার ব্যক্ত করেন। সভাপতি খুরশিদ আলম বাদল সমাপনি বক্তব্যে বলেন আমার বাংলাদেশ আমার ভালোবাসা,মানুষ এবং মানবিকতার কথা বলতে আমরা অংঙ্গীকারাবদ্ধ।আমার প্রিয় বাংলা ভাষা ভাষীদের সাথে একাত্ব হবো বলে আমাদের এই সংগঠন।তিনি।অতিথি সহ সকলের সহযোগিতা কামনা করে  অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করেন।

সাংস্কৃতিক পর্বে রাজু গাজীর “এই জ্বালা আর প্রানে সহে না” গানের সুর যেন সকলের মন ছুয়ে যায়।অহনা দীবা,প্রিতম সহ বার্সেলোনা ও সান্তা কলোমার শিশু কিশোর শিল্পীরা অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন।

খুরশিদ আলম বাদল সভাপতি,মোখলেছুর রহমান নাসিম সিঃ সহ সভাপতি,বখতিয়ার রহমান সহ সভাপতি,আওলাদ শিকদার সাধারন সম্পাদক, মুরাদুর রহমান যুগ্ন সাধারন সম্পাদক,মামুনুর রহমান সাংগঠনিক সম্পাদক,একরামুল্লাহ বাবু দপ্তর সম্পাদক,নাসরিন করিম মহিলা সম্পাদক,রাজু গাজী সাংস্কৃতিক সম্পাদকও অহনা দীবাকে সহ সাংস্কৃতিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

বার্সেলোনা/ইবিটাইমস