মোহাম্মদ উল্লাহ সোহেল, ইতালি : ভেনিস শাখা আওয়ামী লীগের সম্মেলন কে সফল করার লক্ষ্যে ও আাহবায়ক বিল্লাল হোসেন ঢালী কে সভাপতি পদে প্রার্থী ঘোষণা করে সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের মেস্ত্রে তে ঢাকা বিরিয়ানি হাউজে আব্দুল হাকিম শেখ এর সভাপতিত্বে ও কামাল লাকুরিয়ার সঞ্চলনায় সভা অনুষ্ঠিত হয় ।
ভেনিসে বসবাসরত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্য বক্তব্য রাখেন হাজী আঃ রাজ্জাক, মোসলেম ছৈয়াল, গাজী মাহবুব হোসেন গফুর, জাহাঙ্গীর হোসেন মৃধা, লিটন মাদবর, ফারুখ হোসেন মৃধা, আলী চৌকিদার, মামুন ঢালি, মাসুম খালাসি, হাকিম লাকুরিয়া, ডালিম মাহামুদ, মনির হোসেন, মারফত আলী, সোহেল সরদার, সেকেন্দার শেখ, বাচ্চু হাওলাদার, নজরুল লাকুরিয়া, মিয়া রানা, সবুজ ছৈয়ালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ১১ ই নভেম্বর আওয়ামীলীগ ভেনিস শাখার সম্মেলনে বক্তারা বিল্লাল হোসেন ঢালী কে সভাপতি নির্বাচিত করে ভেনিস আওয়ামী লীগ কে শক্তিশালী করা আহব্বান জানান ।
ইবিটাইমস/ইতালি/এনএল