বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা করেছে -ডিবি প্রধান হারুন

বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা করেছে বলে অভিযোগ ডিবি প্রধান হারুনের

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নাইটেঙ্গেল মোড়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পুলিশ জনগণের জান-মাল রক্ষার জন্য পাল্টা অ্যাকশনে গেছে। বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিএনপি রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশের শর্তে অনুমতি নিলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। পুলিশের সাথে তারা সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ হাসপাতালসহ সরকারি অনেক ভবনে হামলা চালিয়েছে তারা।

তিনি আরও বলেন, আগামীকাল হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »