বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি
ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। তবে, এ ঘটনায় পাইলটরা অক্ষত এবং সুস্থ আছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বিমানটি দুপুর পৌনে ১টার দিকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসার সময় ঘুরতে থাকে। একপর্যায়ে সেটি শিমুলিয়া গ্রামের শাহ্ জামান এবং সাজুর বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে আছড়ে পড়ে। বিমানটি এমনভাবে পড়েছে, সামনের অংশ মাটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন বিমানের ভেতর থেকে দুই পাইলটকে অক্ষত অবস্থায় বের হতে সহযোগিতা করেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান বলেন, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে।
কবির আহমেদ/ইবিটাইমস