ফিলিস্তিনে (প্যালেস্টাইন) ইসরাইলের নৃশংসতার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকারম মসজিদ প্রাঙ্গনে মিছিলপূর্ব সমাবেশ করে হেফাজত ইসলাম
ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১৪ অক্টোবর) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনে ইসরাইলের নৃশংসতার প্রতিবাদে মিছিলপূর্ব সমাবেশ করে হেফাজত ইসলাম। ২০১৩ সালের পর এটি ছিল
তাদের সবচেয়ে বড় সমাবেশ। সমাবেশে ফিলিস্তিনে বিপন্ন মানবতা রক্ষায় অবিলম্বে সেখানে জরুরি ভিত্তিতে খাদ্য ও ত্রাণ সামগ্রী পাঠাতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সেই সাথে ইসরাইলে বর্বরতা বিরুদ্ধে লড়াইয়ে দেশ থেকে সেনাবাহিনী পাঠানোরও দাবি জানায় সংগঠনটি। মিছিলপূর্ব সমাবেশে হেফাজত নেতারা বলেন, ফিলিস্তিনের পক্ষে সরকারের কেবল মৌখিক অবস্থান নয়, সরাসরি সহোযোগিতার হাত বাড়ানো সময়ের দাবি।
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কড়া সমালোচনা করে বক্তারা বলেন, চলমান লড়াইয়ে ফিলিস্তিন অবশ্যই জয়ী হবে। এসময় হেফাজত নেতা মামুনুল হকেরও মুক্তি দাবি জানান নেতারা। সমাবেশ শেষে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে একটি বিশাল মিছিল রাজধানীর পুরানা পল্টন ও কাকরাইল এলাকা প্রদক্ষিণ করে।
কবির আহমেদ/ইবিটাইমস