ভিয়েনা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টানা বর্ষণে নাকাল বাংলাদেশ, ঢাকায় জলাবদ্ধতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ২৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কয়েক দিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। শনিবারসহ (৭ অক্টোবর) টানা ৩ দিন সারাদেশে তা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রথম দিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগে ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। শুক্রবারও চলে বৃষ্টির তোড়। সকালে কিছুটা বিরতি দিলেও দুপুরের পর নেমে ভারী বৃষ্টি চলে রাত অবধি। সঙ্গে বজ্রপাত, দমকা হাওয়া; কোথাও টর্নেডো।

এমন বৈরী আবহাওয়ায় সারাদেশেই নেমে এসেছে বিপর্যয়। বাড়িতে ঢুকেছে পানি, ডুবে গেছে সড়ক-রেললাইন। ভেসে গেছে মাছের ঘের। জলাবদ্ধতায় নাকাল মানুষ। ব্যাহত যান চলাচল। কৃষিরও বড় ক্ষতি। দেখা দিয়েছে নদীভাঙন।

রাজধানীতে শুক্রবার ছুটির দিনে ভারী বৃষ্টি হলেও ছিল না আগের দিনের মতো যানজট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। ফলে দুর্ভোগও চোখে পড়েনি। তবে বেশ কয়েকটি এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। দিনভর বৃষ্টিতে থমকে ছিল জনজীবন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টানা বর্ষণে নাকাল বাংলাদেশ, ঢাকায় জলাবদ্ধতা

আপডেটের সময় ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

ইবিটাইমস ডেস্ক: কয়েক দিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। শনিবারসহ (৭ অক্টোবর) টানা ৩ দিন সারাদেশে তা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রথম দিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগে ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। শুক্রবারও চলে বৃষ্টির তোড়। সকালে কিছুটা বিরতি দিলেও দুপুরের পর নেমে ভারী বৃষ্টি চলে রাত অবধি। সঙ্গে বজ্রপাত, দমকা হাওয়া; কোথাও টর্নেডো।

এমন বৈরী আবহাওয়ায় সারাদেশেই নেমে এসেছে বিপর্যয়। বাড়িতে ঢুকেছে পানি, ডুবে গেছে সড়ক-রেললাইন। ভেসে গেছে মাছের ঘের। জলাবদ্ধতায় নাকাল মানুষ। ব্যাহত যান চলাচল। কৃষিরও বড় ক্ষতি। দেখা দিয়েছে নদীভাঙন।

রাজধানীতে শুক্রবার ছুটির দিনে ভারী বৃষ্টি হলেও ছিল না আগের দিনের মতো যানজট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। ফলে দুর্ভোগও চোখে পড়েনি। তবে বেশ কয়েকটি এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। দিনভর বৃষ্টিতে থমকে ছিল জনজীবন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল