ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথভাবে বাস্তবায়ন দেবত্তর সম্পত্তি সংরক্ষন আইন বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভুমি কমিশনের কার্যকর করা সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় আখড়াবাড়ি মন্দির থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং শহর ঘুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে পথ সমাবেশ করে।
সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাক্তার অসিম কুমার সাহা, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, এ্যাড. নির্মল চন্দ্র দে তরুনীসহ উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস