ভিয়েনা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে ÖBB ডিসেম্বর থেকে বিমানবন্দরে আরও অতিরিক্ত ট্রেন সংযোগ দিচ্ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫ সময় দেখুন

ÖBB ভিয়েনা বিমানবন্দর কর্তৃপক্ষ ও অস্ট্রিয়ান এয়ারলাইন্স AUA-এর সাথে আরও সহযোগিতা প্রসারিত করতে যাচ্ছে

ভিয়েনা ডেস্কঃ শনিবার (৩০ সেপ্টেম্বর) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভিয়েনা বিমানবন্দরে আরও অতিরিক্ত ট্রেন সংযোগ স্থাপন করবে।

ÖBB ইতিমধ্যেই বিভিন্ন রুটে তার নতুন সংযোজ ও গন্তব্য বৃদ্ধির জন্য সিমেন্সে ৫৪০ টি নতুন ট্রেনের অর্ডার দিয়েছে।

আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রেলওয়ের বার্ষিক নতুন ট্রেন চলাচল প্লানে ÖBB অস্ট্রিয়ান এয়ারলাইন্স AUA-এর সহযোগিতায় দক্ষিণ অস্ট্রিয়ার Steiermark রাজ্যের রাজধানী Graz থেকে ভিয়েনা বিমানবন্দরে দিনে পাঁচবার সংযোগ ট্রেন সংযোগ প্রদান করবে।

তাছাড়াও পশ্চিমের রাজ্য Salzburg এবং আপার অস্ট্রিয়ার রাজধানী Linz থেকে ভিয়েনা-শোয়েখ্যাট বিমানবন্দরে আরও সংযোগ দেওয়ার পরিকল্পনা
করা হয়েছে। এপিএ আরও জানায়, আগামী ১০ ডিসেম্বর থেকে ভিয়েনা বিমানবন্দরে পৌঁছানোর এবং লিনজ হয়ে সালজবুর্গ থেকে দিনে প্রায় ২৬ বার ফিরে যাওয়ার সুযোগ থাকবে।

ভিয়েনা-শোয়েখ্যাটে আগমন লিনজ থেকে প্রতি ৩০ মিনিটের বিরতিতে সকাল ৬টা থেকে এবং সালজবুর্গে সকাল ৭টা থেকে শুরু হবে। সালজবুর্গ থেকে লিনজ ভায়া ভিয়েনা প্রধান রেল স্টেশন হয়ে বিমানবন্দরে শেষ ট্রেনের আগমন হবে রাত ১০:২৭ মিনিটে। আর ভিয়েনা বিমানবন্দর থেকে Salzburg রাজ্যের উদ্দেশ্যে রাত দশটায় শেষ ট্রেন ছেঁড়ে যাবে।

ট্রেন বিলম্বের ক্ষেত্রে সংযোগ গ্যারান্টি সহ ÖBB টিকেট “AIRail” সংযোগটি ফ্লাইটের সাথে একটি টিকিট হিসাবে একসাথে বুক করা যেতে পারে এবং এতে “ট্রেন বিলম্ব বা কোনো ঘটনা ঘটলে সংযোগের গ্যারান্টি” অন্তর্ভুক্ত রয়েছে, যেমনটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) AUA এবং ÖBB থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে ÖBB ডিসেম্বর থেকে বিমানবন্দরে আরও অতিরিক্ত ট্রেন সংযোগ দিচ্ছে

আপডেটের সময় ০৮:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ÖBB ভিয়েনা বিমানবন্দর কর্তৃপক্ষ ও অস্ট্রিয়ান এয়ারলাইন্স AUA-এর সাথে আরও সহযোগিতা প্রসারিত করতে যাচ্ছে

ভিয়েনা ডেস্কঃ শনিবার (৩০ সেপ্টেম্বর) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভিয়েনা বিমানবন্দরে আরও অতিরিক্ত ট্রেন সংযোগ স্থাপন করবে।

ÖBB ইতিমধ্যেই বিভিন্ন রুটে তার নতুন সংযোজ ও গন্তব্য বৃদ্ধির জন্য সিমেন্সে ৫৪০ টি নতুন ট্রেনের অর্ডার দিয়েছে।

আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রেলওয়ের বার্ষিক নতুন ট্রেন চলাচল প্লানে ÖBB অস্ট্রিয়ান এয়ারলাইন্স AUA-এর সহযোগিতায় দক্ষিণ অস্ট্রিয়ার Steiermark রাজ্যের রাজধানী Graz থেকে ভিয়েনা বিমানবন্দরে দিনে পাঁচবার সংযোগ ট্রেন সংযোগ প্রদান করবে।

তাছাড়াও পশ্চিমের রাজ্য Salzburg এবং আপার অস্ট্রিয়ার রাজধানী Linz থেকে ভিয়েনা-শোয়েখ্যাট বিমানবন্দরে আরও সংযোগ দেওয়ার পরিকল্পনা
করা হয়েছে। এপিএ আরও জানায়, আগামী ১০ ডিসেম্বর থেকে ভিয়েনা বিমানবন্দরে পৌঁছানোর এবং লিনজ হয়ে সালজবুর্গ থেকে দিনে প্রায় ২৬ বার ফিরে যাওয়ার সুযোগ থাকবে।

ভিয়েনা-শোয়েখ্যাটে আগমন লিনজ থেকে প্রতি ৩০ মিনিটের বিরতিতে সকাল ৬টা থেকে এবং সালজবুর্গে সকাল ৭টা থেকে শুরু হবে। সালজবুর্গ থেকে লিনজ ভায়া ভিয়েনা প্রধান রেল স্টেশন হয়ে বিমানবন্দরে শেষ ট্রেনের আগমন হবে রাত ১০:২৭ মিনিটে। আর ভিয়েনা বিমানবন্দর থেকে Salzburg রাজ্যের উদ্দেশ্যে রাত দশটায় শেষ ট্রেন ছেঁড়ে যাবে।

ট্রেন বিলম্বের ক্ষেত্রে সংযোগ গ্যারান্টি সহ ÖBB টিকেট “AIRail” সংযোগটি ফ্লাইটের সাথে একটি টিকিট হিসাবে একসাথে বুক করা যেতে পারে এবং এতে “ট্রেন বিলম্ব বা কোনো ঘটনা ঘটলে সংযোগের গ্যারান্টি” অন্তর্ভুক্ত রয়েছে, যেমনটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) AUA এবং ÖBB থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস