ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের তরুণ প্রজন্মের উদ্যোগে নব জাগরনের শ্রী শ্রী গনেশ পূঁজা ঝাঁক জমক আয়োজনের মধ্য অনুষ্ঠিত হচ্ছে।
দু’দিন ব্যাপি অনুষ্ঠানের পূজা অর্চনার পাশা পাশি অঞ্জলী প্রদান, গীতা পাঠ,শঙ্খধ্বনি প্রতিযোগীতা , দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদ্বীপ প্রজলন এবং ২য় দিন সিঁদুর খেলা ও প্রতিমাসহ শহর প্রদক্ষিণ শেষে সির্জন। ঝালকাঠিতে ৩ বছর পূর্বে হিন্দু সম্প্রদায়ের কিছু তরুণ প্রজন্ম ঝালকাঠির আড়দ্দার পট্টি হরি সভায় সার্বজনিনভাবে এই পূজার আয়োজন করে এবং ধারাবাহিকভাবে এবার ঝালকাঠি জেলা শহরে ৩টি পূজা মন্ডবে গনেশ পূজা হচ্ছে।
ঝালকাঠি শ্রী শ্রী পাবলিক হরিসভায় তরুণ সংঘ আয়োজিত ও পুরাতন কলেজ এলকায় হরিচাদ মন্দির প্রাঙ্গণে আরও একটি সার্বজনিন গণেশ পূঁজা হচ্ছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার অর্ধশতাধিক মন্দিরে এবছর গণেশ পূঁজা হচ্ছে।
দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠিতে একসময় হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সংখ্যাধিক্য ছিল। সময়ের বিবর্তনের এবং হিন্দু সম্প্রদারে ব্যবসায়ীক
প্রতিষ্ঠান বিলুপ্ত হওয়ায় এখনও এই সম্পদ্রায়ের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানত ঘরোয় পরিবেশে সিদ্ধিদাতা এই গণেশ দেবতার পূঁজা হতো। বর্তমান সময়ে তরুণ প্রজন্মরা এই দেবতার পূঁজা সকলের মাঝে ছরিয়ে দেয়া জন্য সার্বজনিনভাবে এই পূঁজা আয়াজনে জাগরণ শুরু করেন।
বাধন রায়/ইবিটাইমস