ভিয়েনা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে অধিভুক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে অধিভুক্ত হওয়া এক অন্যরকম অর্জন। দীর্ঘ ৩০ বছর পর দেশের ট্র্যাডিশনাল মেডিসিন পেলো যথাযথ মূল্যায়ন।

রাজধানীর ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে অধিভুক্ত করা হয়েছে। ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এলামনাই এসোসিয়েশন।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির প্রতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই আজ এই খাত বিপুল সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তাছাড়া প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারেও এই খাতের অগ্রগতি ও বিকাশে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন।

বিবৃতিতে, ঐতিহাসিক এই অর্জনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল; হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাক্তার এ.কে. আজাদ খান; হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিনের প্রধান পৃষ্ঠপোষক, ইউনানী আয়ুর্বেদিক শাস্ত্রের উন্নয়নের রূপকার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ জানায় এলামনাই এসোসিয়েশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফ্যাকাল্টির অধীনে ইউনানী আয়ুর্বেদিক মেডিসিনকে যুক্ত করায় ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা এখন মূলধারার শিক্ষা ব্যবস্থা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করলো। এই সিদ্ধান্তের ফলে হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন ছাড়াও সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ মিরপুর, সরকারি হোমিও মেডিক্যাল কলেজ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে।

২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষে রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল লক্ষ্মীপুর চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এবং হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বগুড়া, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। কলেজ দুটির ব্যাচেলর অব ইউনানী মেডিসিন সার্জারি বিইউএমএস প্রোগ্রামের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশে ৩টি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মধ্যে একটি সরকারি। অপর দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের কিংবদন্তি শিল্পোদ্যোক্তা ডক্টর হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত। একটি লক্ষ্মীপুরে অবস্থিত রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, অন্যটি বগুড়ায় অবস্থিত হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এর ফলে ঢাকার বাইরে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার সুবিধা গ্রহণ করতে পারছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে অধিভুক্ত

আপডেটের সময় ১০:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

ইবিটাইমস ডেস্কঃ হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে অধিভুক্ত হওয়া এক অন্যরকম অর্জন। দীর্ঘ ৩০ বছর পর দেশের ট্র্যাডিশনাল মেডিসিন পেলো যথাযথ মূল্যায়ন।

রাজধানীর ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে অধিভুক্ত করা হয়েছে। ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এলামনাই এসোসিয়েশন।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির প্রতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই আজ এই খাত বিপুল সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তাছাড়া প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারেও এই খাতের অগ্রগতি ও বিকাশে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন।

বিবৃতিতে, ঐতিহাসিক এই অর্জনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল; হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাক্তার এ.কে. আজাদ খান; হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিনের প্রধান পৃষ্ঠপোষক, ইউনানী আয়ুর্বেদিক শাস্ত্রের উন্নয়নের রূপকার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ জানায় এলামনাই এসোসিয়েশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফ্যাকাল্টির অধীনে ইউনানী আয়ুর্বেদিক মেডিসিনকে যুক্ত করায় ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা এখন মূলধারার শিক্ষা ব্যবস্থা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করলো। এই সিদ্ধান্তের ফলে হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন ছাড়াও সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ মিরপুর, সরকারি হোমিও মেডিক্যাল কলেজ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে।

২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষে রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল লক্ষ্মীপুর চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এবং হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বগুড়া, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। কলেজ দুটির ব্যাচেলর অব ইউনানী মেডিসিন সার্জারি বিইউএমএস প্রোগ্রামের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশে ৩টি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মধ্যে একটি সরকারি। অপর দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের কিংবদন্তি শিল্পোদ্যোক্তা ডক্টর হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত। একটি লক্ষ্মীপুরে অবস্থিত রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, অন্যটি বগুড়ায় অবস্থিত হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এর ফলে ঢাকার বাইরে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার সুবিধা গ্রহণ করতে পারছে।

কবির আহমেদ/ইবিটাইমস