রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় এসে পৌঁছেছেন
ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। পরে রাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি যাবেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, বৈঠকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ঠিক সময়ে শেষ করার জন্য আমরা তাগাদা দেবো। আমাদের কিছু সমস্যা ছিল মাঝখানে এবং এগুলো সমাধান হয়েছে। আমরা তাদের দেশ থেকে সার কিনি এবং এটির আনাগোনা নিয়ে কিছু ঝামেলা আছে। এগুলো নিয়েও আলোচনা হবে।
কবির আহমেদ/ইবিটাইমস