ভিয়েনা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া শাখার উদ্যোগে, রাজধানী ভিয়েনায় স্থানীয় এক রেস্তোরায় বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা জনাব এনামুল হক আব্দুল্লাহ রানার সভাপতিত্বে এবং মাসুদুর রহমান মাসুদ এবং আখতারুজ্জামান শিবলীর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব রুস্তম আলী ফরহাদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা জনাব এ,কে,এম, লিয়াকত আলী।

প্রধান বক্তা জনাব লিয়াকত আলী বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’র প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন শহীদ জিয়া বাংলাদেশকে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের পুন প্রতিষ্ঠা করেন।
প্রধান অতিথি জনাব রুস্তম আলী ফরহাদ তার বক্তব্যে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে খুব অল্প সময়ে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করেন এবং বহির বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে উন্নতি করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে জনাব এনামুল হক আব্দুল্লাহ রানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে আমাদের আগামীর নেতৃবৃন্দকে শিক্ষা গ্রহণ করার অনুরোধ জানান এবং আজকের সভায় অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশে চলমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা গুম,খুন,আহত এবং কারা নির্যাতিত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঠিক নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র পুন প্রতিষ্ঠা পায় সে জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা গাজী হাসান।
আলোচনা সভা এবং দোয়া মাহফিলে অস্ট্রিয়া বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব এনামুল হক আব্দুল্লাহ রানা, রুস্তম আলী ফরহাদ, এ,কে,এম,লিয়াকত আলী,হেদায়েত হোসেন আসলাম, মাসুদুর রহমান মাসুদ, আখতারুজ্জামান শিবলী,গাজী হাসান, মোঃ মেহেদী হাসান, মোঃ নিরব, হামিদুর রহমান হামিম, আল আমিন,মোঃ শাহাদাত হোসেন শরীফ, মোহাম্মদ খাইরুল আলম,সৈয়দ নাসিম উদ্দিন, আল ইসাম প্রমূখ।
কবির আহমেদ/ইবিটাইমস
























