ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ফারহানা ববি মিতুর বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। মঙ্গলবার রাতে মেডিকেল মোড় এলাকার ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাবার চিকিৎসার জন্য এসিল্যান্ড ফারহানা ববি মিতু ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে তঁার বাসার গেটের তালা এবং দরজার ভেঙে ভিতরে প্রবেশ করে চোরের দল। বাসার ভেতরে থাকা নগদ ২৫ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোররা। এ ঘটনায় বুধবার সকালে রাজাপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় কাউকে এখন পূর্যন্ত আটক বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
বাধন রায়/ইবিটাইমস