স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এতে কঠিন গ্রুপে পড়েছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি। ওই তুলনায় চ্যাম্পিয়ন ম্যানসিটি, রেকর্ড সংখ্যক ইউসিএল জয়ী রিয়াল মাদ্রিদ এবং তাদের লিগ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সহজ গ্রুপে পড়েছে।
ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। ‘এফ’ গ্রুপে তাদের লড়তে হবে বুন্দেসলিগা রানার আপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সিরি’আ জায়ান্ট এসি মিলান।
গতবারের তুলনায় এবার সহজ গ্রুপে পড়েছে বার্সেলোনা। লা লিগা চ্যাম্পিয়নদের গ্রুপে আছে এফিসি পোর্তো, শাখতার দোনেস্ক এবং বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়াপ। রিয়াল মাদ্রিদের গ্রুপে নাপোলি ছাড়া আছে ব্রাগা এবং ইউনিয়ন বার্লিন।
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড পড়েছে একই গ্রুপে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল কোপেনহেগেন এবং গ্লাতাসারে। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির গ্রুপ পর্বটা এবারও তেমন কঠিন হবে না। ট্রেবল জয়ী দলটির গ্রুপ পর্বের প্রতিপক্ষ লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড এবং ইয়াং বয়েজ।
পিএসজি আছে গ্রুপ ‘এফ’-এ। সেখানে তাদের খেলতে হবে বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও প্রিমিয়ার লিগে দারুণ ফুটবল খেলতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।
রিয়াল মাদ্রিদ পড়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ নাপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন। চ্যাম্পিয়ন ম্যানসিটি গ্রুপ ‘জি’ তে আছে। তারা বিপক্ষ হিসেবে আরবি লাইপজিগ, জভেজদা ও ইয়াং বয়েজ ক্লাবকে পেয়েছে।
অন্যদিকে বার্সেলোনা আছে গ্রুপ এইচ- এ। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পোর্ত, শাখতার দোনেস্ক ও এন্টওয়ার্পকে। ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ একই গ্রুপে পড়েছে। গ্রুপ এ- তে তাদের অন্য দুই প্রতিপক্ষ কোপেনহেগেন ও গ্লাতাসারে।
কোন গ্রুপে কোন দল
গ্রুপ-এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গ্যালাতাসারে
গ্রুপ-বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি, লেন্স
গ্রুপ-সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ-ডি: বেনফিকা, ইন্টার, সালজবার্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ-ই: ফেইনুর্ড, অ্যাতলেটিকো মাদ্রিদ, ল্যাজিও, সেলটিক
গ্রুপ-এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল
গ্রুপ-জি: ম্যানসিটি, লাইপজিগ, জভেজদা, ইয়াং বয়েজ
গ্রুপ-এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেস্ক, এন্টওয়ার্প
ডেস্ক/ইবিটাইমস/ এনএল