ভিয়েনা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তিতে যাবে সরকার: নসরুল হামিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ৩৪ সময় দেখুন

মো. নাসরুল্লাহ, ঢাকা: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (৩০ আগস্ট) মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান তারা। এ সরকারের ওপর আস্থাশীল বলেই তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান। তিনি বলেন, পায়রায় আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে মার্কিন কোম্পানি এক্সিলারেটরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জ্বালানি বিভাগ। এ ছাড়া গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এক্সন মবিলসহ আরও একটি মার্কিন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে।

তিনি জানান, এরইমধ্যে গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়ে দুই দফায় প্রস্তাব পাঠিয়েছে মার্কিন কোম্পানি এক্সন মবিল। গত মার্চে প্রথম দফায় পেট্রোবাংলার কাছে প্রস্তাব পাঠায় তারা। সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনা হয় ও বিষয়টি নিয়ে সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে নীতিগত সম্মতি নেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও শিল্পাঞ্চলগুলোতে ২০২৬ সালের পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি করবে সরকার।

নসরুল হামিদ জানান, ২০২৬ সাল থেকে খুলনা, যশোর ও সিরাজগঞ্জে যে পাইপলাইন যাচ্ছে, সেখানে গ্যাস সরবরাহ করতে রিং বেল্ট তৈরি করা হচ্ছে। বলেন, বাংলাদেশে যত অর্থনৈতিক ও শিল্প এলাকায় ২০২৬ সালের পর থেকে গ্যাসের কোনো সমস্যা না থাকে সেটি নিশ্চিতে ইউএস এক্সিলারেট কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৭০ শতাংশের মতো বিনিয়োগ রয়েছে মার্কিন কোম্পানিগুলোর। নসরুল হামিদ বলেন, আমরা ভবিষ্যতে আরও বেশি প্রত্যাশা করছি।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তিতে যাবে সরকার: নসরুল হামিদ

আপডেটের সময় ০৯:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

মো. নাসরুল্লাহ, ঢাকা: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (৩০ আগস্ট) মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান তারা। এ সরকারের ওপর আস্থাশীল বলেই তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান। তিনি বলেন, পায়রায় আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে মার্কিন কোম্পানি এক্সিলারেটরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জ্বালানি বিভাগ। এ ছাড়া গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এক্সন মবিলসহ আরও একটি মার্কিন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে।

তিনি জানান, এরইমধ্যে গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়ে দুই দফায় প্রস্তাব পাঠিয়েছে মার্কিন কোম্পানি এক্সন মবিল। গত মার্চে প্রথম দফায় পেট্রোবাংলার কাছে প্রস্তাব পাঠায় তারা। সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনা হয় ও বিষয়টি নিয়ে সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে নীতিগত সম্মতি নেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও শিল্পাঞ্চলগুলোতে ২০২৬ সালের পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি করবে সরকার।

নসরুল হামিদ জানান, ২০২৬ সাল থেকে খুলনা, যশোর ও সিরাজগঞ্জে যে পাইপলাইন যাচ্ছে, সেখানে গ্যাস সরবরাহ করতে রিং বেল্ট তৈরি করা হচ্ছে। বলেন, বাংলাদেশে যত অর্থনৈতিক ও শিল্প এলাকায় ২০২৬ সালের পর থেকে গ্যাসের কোনো সমস্যা না থাকে সেটি নিশ্চিতে ইউএস এক্সিলারেট কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৭০ শতাংশের মতো বিনিয়োগ রয়েছে মার্কিন কোম্পানিগুলোর। নসরুল হামিদ বলেন, আমরা ভবিষ্যতে আরও বেশি প্রত্যাশা করছি।

ঢাকা/ইবিটাইমস/এনএল