সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের নতুন উপদেষ্টা হিসেবে মনোনয়ন পেয়েছেন দেশের তিন বিশিষ্ট নাগরিক
ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৩০ আগস্ট) ট্রাস্টের চেয়ারম্যান আলতাফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপদেষ্টা হিসেবে মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইজিপি ও সচিব মুহাম্মদ নুরুল হুদা এবং সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।
গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, তিন পেশার এই তিন জন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশর এই বৃহৎ স্বাস্থ্য, নারী ও সমাজ কল্যাণ সংস্থার সমৃদ্ধি ও সেবা পরিস্থিতির উন্নতি ও উৎকর্ষ অর্জনের লক্ষ্যে উপদেশ প্রদান করবেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চলতি বছরের ১১ এপ্রিল ডা. চৌধুরী মৃত্যুবরণ করার পর ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ কিছু অনভিপ্রেত ও অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হচ্ছে। প্রতিষ্ঠাতার নীতি, আদর্শ ও স্বেচ্ছাশ্রমে কর্মস্পাদনের মহান ব্রতে অবিচল থেকে এর সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে গণস্বাস্থ্যকে এগিয়ে নেওয়ার প্রেরণা, সাহস ও শক্তি যোগানোর জন্য জাতীয়ভাবে মান্য, সম্মানিত ও সমাদৃত তিনজন বিশিষ্ট নাগরিককে ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ ট্রাস্টের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৭২ সালে একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ গঠন করেন। আজকের দেশ নন্দিত এই প্রতিষ্ঠানটির নাম ঠিক করে দিয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই কিছু জমি অধিগ্রহণ করে দিয়ে এই দাতব্য সংস্থাটির গোড়াপত্তন করেছিলেন। পঙ্গু ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং নারী ও সমাজের দুঃখ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে থেকে সংস্থাটি গঠিত হয়েছিলো।
কবির আহমেদ/ইবিটাইমস