ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ উপলক্ষে মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধিমালা ২০১৭ বিষয় অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা আড়াইটায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ এই এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপপরিচালক ডাঃ জয়াশিষ ও সহকারী পরিচালক ডাঃ মোঃ সোয়েব, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শামীম আহম্মেদ, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মাহাবুব হাসান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে সিভিল সার্জন স্বাগত ও ডাঃ মোঃ সোয়েব পুষ্টি বিষয়ের উপর মাল্টিমিডিয়া তথ্য উপস্থাপন করেন। সভায় চিকিৎসক, নার্স, ফার্মাসি প্রতিষ্ঠান, সংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিরা অংশগ্রহন করেন। জন স্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীর আয়োজনে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় এর আয়োজন করেছেন।
বাধন রায়/ইবিটাইমস























