মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৩৬

ইবিটাইমস ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

ওয়াক্সাকার প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়, ওক্সাকা ও পুয়েবলা রাজ্যের সীমান্তবর্তী মহাসড়কে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও অভিবাসী বহনকারী বাসটির সংঘর্ষ ঘটে।

সড়ক দুর্ঘটনায় আটজন পুরুষ ও আটজন নারী নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পুয়েবলার হাসপাতালে পাঠানো হয়েছে।

বাস ও ট্রেলারটির সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে প্রসিকিউটরের অফিস বলেছে, তারা একজন বিশেষজ্ঞের নেতৃত্বে এ ঘটনার তদন্ত করবে এবং ঠিক কী ঘটেছিল ও কেউ দায়ি কি না, তা শনাক্ত করবে।

ওক্সাকার গভর্নর সালোমন জারা ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আমি আহতদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধানদের নির্দেশ দিয়েছি। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদেরকে আমরা সব ধরনের সহায়তা দেব।’

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »