ভিয়েনা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রিসে দাবানলে জঙ্গলে ১৮ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ৩১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: গ্রিসের উত্তরপূর্বাঞ্চলীয় একটি জঙ্গল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট)। নিহত সবাই অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করছে প্রশাসন। তাদের ধারণা দাবানলের প্রভাবে এদের মৃত্যু হয়েছে।

গ্রিসের যে অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে, সেটি একটি জাতীয় বনভূমি। তুরস্ক সীমান্তের খুব কাছে এই বনভূমি। অভিবাসন প্রত্যাশীরা তুরস্কের রাস্তা দিয়ে অবৈধভাবে ওই জঙ্গলে প্রবেশ করেছিলেন বলে মনে করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

দাবানলের প্রভাবে গ্রিসে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার। এথেন্সের উত্তরে একটি জঙ্গল থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। তিনিও অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একজন মেষপালকের মরদেহও উদ্ধার হয়েছে। নিজের গবাদি পশুদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে তার।

গ্রিসে ভয়াবহভাবে বাড়ছে দাবানল। এথেন্সের খুব কাছে পৌঁছে গেছে আগুন। তবে প্রশাসন জানিয়েছে, এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই। গত কয়েক বছর ধরে গরম পড়লেই আগুন লাগছে ইউরোপের জঙ্গলে। তবে এবার গ্রিসে যেভাবে আগুন লেগেছে, তা অন্যবারের চেয়ে কয়েকগুণ বেশি। জলবায়ু পরিবর্তনের জন্যই এমন হচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রিসে দাবানলে জঙ্গলে ১৮ জনের মৃত্যু

আপডেটের সময় ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

ইবিটাইমস ডেস্ক: গ্রিসের উত্তরপূর্বাঞ্চলীয় একটি জঙ্গল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট)। নিহত সবাই অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করছে প্রশাসন। তাদের ধারণা দাবানলের প্রভাবে এদের মৃত্যু হয়েছে।

গ্রিসের যে অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে, সেটি একটি জাতীয় বনভূমি। তুরস্ক সীমান্তের খুব কাছে এই বনভূমি। অভিবাসন প্রত্যাশীরা তুরস্কের রাস্তা দিয়ে অবৈধভাবে ওই জঙ্গলে প্রবেশ করেছিলেন বলে মনে করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

দাবানলের প্রভাবে গ্রিসে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার। এথেন্সের উত্তরে একটি জঙ্গল থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। তিনিও অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একজন মেষপালকের মরদেহও উদ্ধার হয়েছে। নিজের গবাদি পশুদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে তার।

গ্রিসে ভয়াবহভাবে বাড়ছে দাবানল। এথেন্সের খুব কাছে পৌঁছে গেছে আগুন। তবে প্রশাসন জানিয়েছে, এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই। গত কয়েক বছর ধরে গরম পড়লেই আগুন লাগছে ইউরোপের জঙ্গলে। তবে এবার গ্রিসে যেভাবে আগুন লেগেছে, তা অন্যবারের চেয়ে কয়েকগুণ বেশি। জলবায়ু পরিবর্তনের জন্যই এমন হচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল