ঝালকাঠিতে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরগাথা শোনানোর অনুষ্ঠান

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধকরণ, শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরগাথা শোনানো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সোমবার সকাল ৯টায় মুজিব বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন প্রকল্পের এর আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ শাহ আলম সরদার প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপসচিব ডঃ মোঃ নুরুল আমিন।

ঝালকাঠির ৪জন মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, শহিদ ইমাম, দুলাল সাহা ও আব্দুল হালিম স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের উপর কুইজ প্রতিযোগীতায় বিদ্যালয়ের ৩শতাধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এবং তাদের মধ্য থেকে ৫জনকে পুরস্কৃত করা হয়।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »