চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাশন হাসপাতালের ডাক্তার হোসাইন শাওন ও রুগীর স্বজনের মধ্যে গতকাল (২০ আগস্ট ২০২৩) অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠ সমঝোতা করা হয়েছে।
আজ সোমবার (২১ আগস্ট ২০২৩) দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবের হলরুমে এই সমঝোতা করা হয়।
চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, থানা পুলিশের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযোগকারী জাকির হোসেনের পরিবারের উপস্থিতিতে বিস্তর আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ফলপ্রসু সিন্ধান্ত নেওয়া হয়েছে।
ভবিষ্যতে হাসপাতালের সকল ডাক্তার রোগীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সকল রোগী ও রোগীর স্বজনরা ডাক্তারদের সম্মান বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান ও গ্রহণ করার অনুরোধ জানানো হয়।
ডাক্তার কর্তৃক অসহায় রোগীদের অহেতুক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকা ও মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়।
পরে উভয় পক্ষসহ উপস্থিত সকলে মিলে মিষ্টি ও চা চক্রের মাধ্যমে সকলের ভুল বুঝাবুঝির অবসান ঘটে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হয় এর জন্য সকলে সচেতন করা হয়।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস