পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মাছে রং মেশানোয় দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২১ আগস্ট) উপজেলার সদর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ বায়েজিদুর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের মাছে রং মিশানোর অভিযোগ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেণ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ওই দিন সকালে উপজেলার সদরের সাপ্তাহিক বাজারের দিন হিসাবে বাজার পরিদর্শনে যান ভ্রাম্যমান আদালত। তখন ওই বাজারের মাছ বিক্রেতা মো. নুরুল ইসলাম ও ইয়াকুব হোসেনের কাছে থাকা মাছে ক্ষতিকর রাসায়নিক রং মিশানোর তথ্য মিলে। ওই দুই মাছ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দুই মাছ ব্যবসায়ীরা বাগেরহাটের বলে জানা গেছে।
এইচ এম লহেল মাহমুদ/ইবিটাইমস