ইতালির ত্রেভিজোতে M P HOLDING এর দ্বিতীয় শাখা’র শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ ইতালিতে প্রবাসীদের আইনি সহায়তা, পরামর্শ, কাফ, ইমিগ্রেশন ও পাত্রোনাতো সার্ভিসের মধ্য দিয়ে নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছে M P HOLDING এর এই সেবার মান উন্নয়নে আরো গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে ইতালির ত্রেভিজো’তে দ্বিতীয় কার্যালয়ের উদ্বোধন করল M P HOLDING

১৯ শে আগস্ট  শনিবার আয়োজিত দোয়া মাহফিলে মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

উপস্থিত ছিলেন M P HOLDING  এর মালিক মেহেদী হাওলাদার ও প্রিন্স হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি’র সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ সোহেল সহ ত্রেভিজো বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে  M P HOLDING এর প্রতিষ্ঠাতা প্রিন্স হাওলাদার বলেন প্রবাসীদের সঠিক আইনি সহায়তা ও পরামর্শ প্রদানে আমাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে পুরো ইতালি জুড়ে বিভাগীয় কার্যালয় সহ শাখা অফিস আমরা দিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো।
আমন্ত্রিত অতিথিরা সবসময় M P HOLDING এর পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।

স্থান: Via Ciardi 8 Treviso italy

সার্ভিস সমূহ:….
kit permesso di soggiorno. consulenze immobiliari. ricongiungimento fam. consulenze legali. apertura di p, iva. cittadinanza ita. consolato. Prefettura. alloggio. bonus. Inps. dimmissioni. air ticket. sanità. spid-ID. naspi. 730. isee. red. pec. C.F

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »