ভোলা প্রতিনিধি: ভোলায় ১৮৮০ পিচ ইয়াবা, বিদেশী মদ (হুইস্কি) ও ৪ রোল ফয়েল পেপারসহ মো. আরিফ (২০) ও মো. মিজান (৩২) নামের ২ যুবককে আটক করেছে পুলিশ
শনিবার (১৯ আগষ্ট) ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা ফেরিঘাট চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটক মো. আরিফ চরফ্যাশন পৌরসভা ২ নং ওয়ার্ডের মো. সিরাজের ছেলে ও মো. মিজান চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভূঁইয়ার হাট এলাকার সাদেক বাগার ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা ফেরিঘাটে অভিযান পরিচালনা করে চৌরাস্তা এলাকা থেকে ১৮৮০ পিচ ইয়াবা, বিদেশী মদ (হুইস্কি) ও ৪ রোল ফয়েল পেপারসহ মো. আরিফ ও মো. মিজান নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস