ভিয়েনা ডেস্কঃ সদ্য প্রয়াত দেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর জন্য ভিয়েনায় আলোচনা,দোয়া ও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদ,ফালাহ্ মসজিদ এবং ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদেও দেশের
প্রখ্যাত এই মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাতের জন্য দোয়া, আলোচনা ও গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,মরহুম মাওলানা দেলোওয়ার হোসেন সাঈদী ১৯৯০ এর দশকে অস্ট্রিয়া সফরের সময় উপরোক্ত মসজিদ সমূহে কোরআনের তাফসির
করেছিলেন।
ভিয়েনার বায়তুল মামুর ২০ মসজিদে বাদ জুমআ গায়েবানা জানাযা ও আলোচনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী মুসুল্লি উপস্থিত ছিলেন। এখানে
জুমআর নামাজ ও গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন বায়তুল মামুর ২০ মসজিদের ইমাম ও খতিব শায়খ মুমিনুল ইসলাম। জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন শায়খ আব্দুস সাত্তার ও শায়খ সাঈদুর রহমান আল আজহারী।
অন্যান্য মসজিদ সমূহেও বিপুল সংখ্যক বাংলাদেশী ও বিদেশী মুসল্লীরা অংশগ্রহণ করেন।
কবির আহমেদ/ইবিটাইমস