ভিয়েনা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকায় বিএনপির পদযাত্রা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (১৯ আগস্ট) রাজধানীঢাকার নয়াপল্টন থেকে পদযাত্রা শুরু হয়ে মগবাজারে এসে শেষ হয়। বিকাল সোয়া ৪টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পদযাত্রা শুরুর আগে তিনি বলেন, তাদের দলের প্রধান খুবই অসুস্থ এবং তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি বলেন, “সরকার তার মানবাধিকার লঙ্ঘন করেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেয়ায়, খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

মির্জা ফখরুল বলেন, “তিনি ‘মিথ্যা’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং শুধু গণতন্ত্রের জন্য লড়াইয়ের কারণে গত পাঁচ বছর ধরে বন্দী রয়েছেন। বন্দী অবস্থায় তার সঙ্গে খারাপ কিছু হলে সব দায় সরকারকেই বহন করতে হবে।”

বিএনপি নেতাদের গ্রেপ্তার ও তাদের বাড়িতে অভিযান চালানোর জন্য সরকারের নিন্দা জানান বিএনপি মহাসচিব । শুক্রবার (১৮ আগস্ট) ছাত্রদলের ছয় নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। তাদের ছয় ঘণ্টার মধ্যে জনসমক্ষে হাজির করতে সরকারের কাছে দাবি জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়াসহ গ্রেপ্তার বিএনপি নেতা-কর্মীদের মুক্তি এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ করতে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই।” বিএনপির সকল নগর ও জেলা ইউনিটও একই ধরনের কর্মসূচি পালন করছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকায় বিএনপির পদযাত্রা

আপডেটের সময় ০৮:১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (১৯ আগস্ট) রাজধানীঢাকার নয়াপল্টন থেকে পদযাত্রা শুরু হয়ে মগবাজারে এসে শেষ হয়। বিকাল সোয়া ৪টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পদযাত্রা শুরুর আগে তিনি বলেন, তাদের দলের প্রধান খুবই অসুস্থ এবং তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি বলেন, “সরকার তার মানবাধিকার লঙ্ঘন করেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেয়ায়, খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

মির্জা ফখরুল বলেন, “তিনি ‘মিথ্যা’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং শুধু গণতন্ত্রের জন্য লড়াইয়ের কারণে গত পাঁচ বছর ধরে বন্দী রয়েছেন। বন্দী অবস্থায় তার সঙ্গে খারাপ কিছু হলে সব দায় সরকারকেই বহন করতে হবে।”

বিএনপি নেতাদের গ্রেপ্তার ও তাদের বাড়িতে অভিযান চালানোর জন্য সরকারের নিন্দা জানান বিএনপি মহাসচিব । শুক্রবার (১৮ আগস্ট) ছাত্রদলের ছয় নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। তাদের ছয় ঘণ্টার মধ্যে জনসমক্ষে হাজির করতে সরকারের কাছে দাবি জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়াসহ গ্রেপ্তার বিএনপি নেতা-কর্মীদের মুক্তি এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ করতে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই।” বিএনপির সকল নগর ও জেলা ইউনিটও একই ধরনের কর্মসূচি পালন করছে।

কবির আহমেদ/ইবিটাইমস