হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার লাকুড়ি পাড়া গ্রামের আরব আমিরাত প্রবাসীর জমিতে রোপন করা ৪ শত গাছের চারা উপড়িয়ে ফেলেছে স্থানীয় প্রভাবশালীরা। এর আগে একই জমি থেকে মাটি বিক্রিরও চেষ্টা করে প্রভাবশালী চক্রটি। মাটি বিক্রির বিষয়ে বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসীর স্ত্রী সামছুন্নাহার লাভলী।
প্রবাসীর পরিবার সূত্রে জানা যায়, অলিউল্লাহ দীর্ঘদিন ধরে আরব আমিরাতে অবস্থান করছেন। সেই সুযোগে স্থানীয় প্রভাবশালী আনোয়ার মিয়া ওলীউল্লাহর মালিকানাধীন ১৫ শতাংশ জমি দখলের পায়তারা করে আসছে। জমিতে ফসল ফলাতে গেলে সে ফসল নষ্ট করে ফেলে। এবিষয়ে শালিশ বৈঠক হলেও শালিশের রায় অমান্য করে সে অত্যাচার করে যাচ্ছে।
একই বিষয়ে প্রবাসীর স্ত্রী সামছুন্নাহার লাভলী বলেন, আমার স্বামী দুবাই থাকেন। আমার জমি দেখাশোনা করার মতো মানুষ নাই। আমাদের জমিতে ফসল করতে গেলে প্রভাবশালী আনোয়ার মিয়া আমাদের উপর অত্যাচার করে। তার কারনে আমি জমিতে ফসল করতে পারিনা। গত মঙ্গলবারে আমাদের জমিতে ৪ শত ফল ও কাঠের ছাড়া রোপন করি।
শুক্রবার ভোর ৬ টায় আনোয়ার মিয়া তার লোকজনকে নিয়ে সেই জমির চারা উপড়িয়ে ফেলতেছে শুনে আমরা ঘটনাস্থলে গেলে তারা আমাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে তাড়া করে। আমরা প্রানভয়ে বাড়িতে এসে আশ্রয় নেই। তখন আমার জমির সমস্ত চারা ভেঙে ও উপড়িয়ে নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
মোতাব্বির হোসেনের কাজল/ইবিটাইমস