ইবিটাইমস ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানায়, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ডুবে যাওয়া নৌকায় থাকা অভিবাসীদের বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে মনে করা হচ্ছে।
কেপ ভার্দের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। সাল দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে ৪ জন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল