ভিয়েনা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জিতল ম্যান সিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ইউরোপ ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে সুপার কাপের শিরোপা জয়ের লড়াই। এবারের লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে মৌসুমের চতুর্থ শিরোপা ঘরে তুলে নিল ম্যান সিটি।

সুপার কাপের ফাইনালে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হয়েছে দারুণ। প্রথমার্ধে সেভিয়ার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা শেষে তাই খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জেতে উয়েফা সুপার কাপ জয়ের উল্লাসে মাতে পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিটি। সপ্তম মিনিটে কোল পালমার শট ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো। এর কিছুক্ষণ পর গ্রিলিশের জোরালো শটও ঠেকান তিনি।

সিটির আক্রমণের মধ্যেই এগিয়ে যায় সেভিয়া। ম্যাচের ২৫ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনার দারুণ ক্রসে বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মধ্যে লাফিয়ে হেডে গোলটি করেন মরক্কোর ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি। প্রথমার্ধের বাকি সময় ম্যান সিটি আক্রমণের ধারা অব্যাহত রাখলেও পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে রদ্রির ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে পাঠান পালমার। চলতি মৌসুমে সিটির হয়ে ২১ বছর বয়সী এই ফুটবলারের দ্বিতীয় গোল এটি।

নির্ধারিত সময়ের খেলা ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আড়াই মাস আগে টাইব্রেকারে জিতে ইউরোপা লিগের শিরোপা ঘরে তুললেও এবার পারল না সেভিয়া। টাইব্রেকারে সিটি পাঁচ খেলোয়াড় লক্ষ্যভেদ করতে পারলেও মিস করেন সেভিয়ার গুডেজি। ফলে সিটির কাছে হেরে সুপার কাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় স্প্যানিশ ক্লাবটির।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জিতল ম্যান সিটি

আপডেটের সময় ০৭:৪০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক: ইউরোপ ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে সুপার কাপের শিরোপা জয়ের লড়াই। এবারের লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে মৌসুমের চতুর্থ শিরোপা ঘরে তুলে নিল ম্যান সিটি।

সুপার কাপের ফাইনালে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হয়েছে দারুণ। প্রথমার্ধে সেভিয়ার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা শেষে তাই খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জেতে উয়েফা সুপার কাপ জয়ের উল্লাসে মাতে পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিটি। সপ্তম মিনিটে কোল পালমার শট ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো। এর কিছুক্ষণ পর গ্রিলিশের জোরালো শটও ঠেকান তিনি।

সিটির আক্রমণের মধ্যেই এগিয়ে যায় সেভিয়া। ম্যাচের ২৫ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনার দারুণ ক্রসে বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মধ্যে লাফিয়ে হেডে গোলটি করেন মরক্কোর ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি। প্রথমার্ধের বাকি সময় ম্যান সিটি আক্রমণের ধারা অব্যাহত রাখলেও পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে রদ্রির ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে পাঠান পালমার। চলতি মৌসুমে সিটির হয়ে ২১ বছর বয়সী এই ফুটবলারের দ্বিতীয় গোল এটি।

নির্ধারিত সময়ের খেলা ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আড়াই মাস আগে টাইব্রেকারে জিতে ইউরোপা লিগের শিরোপা ঘরে তুললেও এবার পারল না সেভিয়া। টাইব্রেকারে সিটি পাঁচ খেলোয়াড় লক্ষ্যভেদ করতে পারলেও মিস করেন সেভিয়ার গুডেজি। ফলে সিটির কাছে হেরে সুপার কাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় স্প্যানিশ ক্লাবটির।

ডেস্ক/ইবিটাইমস/আরএন