চরফ্যাসনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এইচএসসি বাংলা পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ২৩ জন

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে ৫ টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার বোর্ড প্রতিনিধি,নির্বাহী ম্যাজিষ্ট্রট, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধিদের বিশেষ নজরদারীতে ৩২শ ৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করলেও বাংলা প্রথম পত্র পরিক্ষায় অনুউপস্থিত রয়েছে ২৩ জন শিক্ষার্থী।

কেন্দ্র সচিবদের তথ্যমতে জানাগেছে, রহিমা ইসলাম কলেজ কেন্দ্রে ১৬শ ৯৪জন, ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ১৩৭ জন , চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে ৫৮২ জন,দুলারহাট নিলীমা জ্যাকব কলেজ কেন্দ্রে ৫৫২জন, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে কেন্দ্রে ২২০ জন। এসব কেন্দ্রে ৩৩শ ৬ জন পরিক্ষার্থী অংশগ্রহন করলেও এরমধ্যে প্রথম দিন বাংলা পরীক্ষায় ২৩ জন অংশগ্রহন করেনি।

বেগম রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম সোহেব জানান,বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বাংলা ১মপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড প্রতিনিধি,নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধিদের বিশেষ নজরদারীতে শিক্ষার্থীরা কক্ষে একটুকরো কাগজ নেওয়ার সুযোগ পায়নি ।

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন জানান, বাংলা পরীক্ষার প্রথমদিনে ৫ কেন্দ্রে ৩২শ ৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। এসব কেন্দ্রের কোথাও কোন ছাত্র-ছাত্রী বহিস্কার হয়নি, সম্পুর্ণ সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও নিরাপদ ভূমিকায় পরীক্ষা নিশ্চিত করতে সকল প্রকার প্রস্ততি নেয়া হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথম দিনের এইচ এসসি পরিক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালিন সময় ফটো কপির দোকান বন্ধ ছিল এবং সর্বসাধারণের পরীক্ষা কেন্দ্রের আশপাশের রাস্তায় চলাচল নিষিদ্ধ ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভেতর ও বাহিরে পুলিশ সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »