প্রাথমিক খবরে বলা হয়েছে,উদ্ধারকৃত মরদেহ একজন বৃদ্ধ মানুষের
ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকালে অস্ট্রিয়ার লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের মেল্ক (Melk) জেলার দানিউব (Donau) নদীর পাড় দিয়ে হেঁটে যাবার সময় এক যুবক নদীর কিনারায় উক্ত মরদেহ দেখে পুলিশকে ফোন করে খবর দেয়।
খবর পেয়ে মেল্ক জেলার একাধিক টহল পুলিশের গাড়ি,ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে ফায়ার ব্রিগেডের উদ্ধারকর্মীরা মরদেহটি নদী থেকে পাড়ে তুলে আনেন। তারপর পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর এম্বুলেন্স কর্মীরা মৃতদেহটিকে পোস্ট মর্রটেমের জন্য হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের একজন মুখপাত্র উপস্থিত স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীদের জানিয়েছে, এটা কোন হত্যাকাণ্ড নয়। ধারণা করা হচ্ছে বৃদ্ধ লোকটি কোন দুর্ঘটনার
কারনে নদীতে পড়ে গেলে তার মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র জানানো হয়েছে মৃতদেহটি একজন বৃদ্ধ লোকের। তবে তার নাম ও পরিচয় প্রকাশ করা হয় নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস