সরকারকে একতরফা নির্বাচন করতে দেয়া হবে না : অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন,‘ সরকারকে আর এক তরফা নির্বাচনের মাধ্যমে আর ক্ষমতায় যেতে দেয়া হবে না। সরকার তার ভরাডুবির ভয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। কিন্তু বিএনপিও দৃঢ় প্রতিজ্ঞ আ’লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাবে না। আর সূযোগকে কাজে লাগিয়ে আগামীতে তারা এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সে স্বপ্ন পুরন হতে দেয়া হবে না। আর এ জন্য প্রয়োজনে জীবনের শেষ বিন্দু রক্ত জনগনের  ভোটাধীকার প্রতিষ্ঠায় রাজ পথে দিবো।

বুধবার (১৬ আগস্ট) দুুপরে কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির আহŸায়ক শেখ শহিদুল্লাহ সহি, সদস্য সচীব মো. সারোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান শাহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির নেতা মো. কামরুজ্জামান চাঁন প্রমুখ।

এ ছাড়া একই দিন বিকালে জেলার নাজিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফারজির সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মো. শফিকুর রহমান শাফিক, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শামিম হাওলাদার প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »