ভিয়েনায় আল্লামা সাঈদীর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

 আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী’র রুহের মাগফেরাত কামনা করে গতকাল সন্ধ্যায় অনলাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভিয়েনা ডেস্কঃ ভিয়েনাস্থ বাংলাদেশী কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন শায়খ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মাদানী কোরআন স্কুলের প্রধান শায়খ ড. ফারুক আল মাদানী, ইমাম ও খতিব শায়খ আব্দুল মতিন আল আজহারী, বায়তুল মামুর ২০ মসজিদের ইমাম ও খতিব শায়খ মুমিনুল ইসলাম, আল মদিনা ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার প্রফেসর শায়খ হাফিজুল্লাহ, বায়তুল মামুর ১০ মসজিদের ইমাম ও খতিব শায়খ মহিউদ্দীন মাসুম ও ইতালীর রোম থেকে আল আরেজ্জু জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ উমর ফারুক প্রমুখ।

মাহফিলে ভিয়েনাস্থ বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক ভাই ও বোনেরা ছাড়াও আশেপাশের দেশ থেকে বেশ কিছু বাংলাদেশী ভাইয়েরা অংশগ্রহণ করেন।

ইয়াং মুসলিম অর্গানাইজেশনের হাফেজ মাহবুবুর রহমানের কন্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন বাংলাদেশ অস্ট্রিয়া কালচারাল এন্ড সোস্যাল ফোরামের মুহাম্মাদ মোশাররফ হোসাইন।

ওলামায়ে কেরামের আলোচনা শুরুর আগে মরহুমের বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন ভিয়েনাস্থ বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সিটিজেন আব্দুস সালাম, রফিকুল ইসলাম, জসীম উদ্দীন সরকার, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান, বায়তুল মামুর ২০ মসজিদের সভাপতি মহসিন মোল্লা, জহিরুল ইসলাম মালেক ও হারুন অর রশিদ।

আলোচক বৃন্দ বলেন, একজন আলেমের মৃত্যু মানে একটি (জগতের) আলমের মৃত্যু, একটি নক্ষত্রের পতন।আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ’র মৃত্যুর মধ্যদিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহ একজন প্রখ্যাত মুফাসসির, দ্বায়ী ইল্লাল্লাহু ও লাখো কোটি মানুষের হ্রদয়ের স্পন্দনকে হারালো, যে শূন্যতা কোন ভাবেই পূরণ হবার নয়।

উপস্থিত ওলামায়ে কেরাম ও সকল ভাই ও বোনেরা ভারাক্রান্ত হ্রদয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং জান্নাতে তাঁর সর্বোচ্চ মাকাম দান করার জন্য কায়মনোবাক্যে দোয়া করেন।

মাহফিলটি শায়খ আব্দুল মতিন আল আজহারীর পরিচালনায় দোয়া এবং অনুষ্ঠানের উপস্থাপক শায়খ আব্দুস সাত্তার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

জানা গেছে আগামী শুক্রবার বাদ জুমআ ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর ও ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে এবং ২০ নাম্বার ডিস্ট্রিক্টের মসজিদুল ফালাহ্ মসজিদেও মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »