ভিয়েনা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৪ আগস্ট (সোমবার) রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে কেঁপে ওঠে ঢাকা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমারে একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয়।

এদিকে, ভূমিকম্পের সময় সিলেটসহ বিভিন্ন জেলায় বহুতল ভবনের বাসিন্দাসহ লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকে দৌড়ে ঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়কতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়ে। তখন রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আপডেটের সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

ইবিটাইমস ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৪ আগস্ট (সোমবার) রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে কেঁপে ওঠে ঢাকা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমারে একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয়।

এদিকে, ভূমিকম্পের সময় সিলেটসহ বিভিন্ন জেলায় বহুতল ভবনের বাসিন্দাসহ লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকে দৌড়ে ঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়কতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়ে। তখন রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল