ঢাকা প্রতিনিধি: প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম দাবি করেছেন, ডিম আমদানির কোন প্রয়োজন নেই। তিনি বলেন, চাহিদার চেয়ে বেশি ডিম দেশে উৎপাদন হচ্চে। দেশে যে ডিম আছে তা সঠিক ব্যবস্থাপনা করলে আর ডিম আমদানি করতে হবে না বলেও দাবি করেন তিনি।
রবিবার (১৩ আগস্ট) সচিবালয়ে ব্যবসায়িদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, খুচরা পর্যায় প্রতিটি ডিম ১২ টাকার মধ্যে বিক্রি হলে তা যৌক্তিক। কেউ ডিমের দাম অস্বাভাবিক বাড়ালে ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবস্থা নেবে। আমদানি করে দাম কমানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব বিষয়। তবে দেশে যে ডিমের উৎপাদন তাতে সঠিক ব্যবস্থায় বিন্যাস হলে আমদানির কোন প্রয়োজন নেই।
মন্ত্রী বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্ভেতে দেখা গেছে উৎপাদন পর্যায়ে সাড়ে ১০ থেকে ১১ টাকা পর্যন্ত খরচ। তাই ১২ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হওয়া যৌক্তিক। তবে এর বেশি হলে ভোক্তা অধিকার আইনের আওতায় তা অধিদপ্তর ব্যবস্থা নেবে।
ডেস্ক/ইবিটাইমস/ এনএল