লালমোহনে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোলা দক্ষিণ প্রতিনিধি: আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৩ উপলক্ষ্যে ভোলার লালমোহনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৩ সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার লক্ষ্যে আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

আলোচনায় পরীক্ষা চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় এবং দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারগণের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।

এসময় লালমোহন উপজেলায় আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও অসদুপায়মুক্ত পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সভায় লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »