বাংলাদেশ সহ বিশ্বে পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধি
ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং ১২ জনের নতুন করে সংক্রামিত হওয়ার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৭৬ জনে। এ সময়ে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৯৬৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৬৬ জন। ২৪ ঘণ্টায় ৬৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬৪১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।
এদিকে লন্ডন থেকে সম্প্রচারিত জনপ্রিয় বাংলা টেলিভিশন অইঅন (ion) টিভিতে বৃটেনে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বিস্তারের কথা বলা হয়েছে। সম্প্রচার কেন্দ্রটি আরও জানায়,বৃটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে করোনা পরীক্ষা বৃদ্ধির কথা জানিয়েছে।
যুক্তরাজ্যে করোনার ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের নাম “এরিছ” বা “easy 5.1″। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু”(WHO) জানিয়েছে গত এক
মাসে বিশ্বে প্রায় দশ লাখ মানুষ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩,১০০ জনের মৃত্যু হয়েছে। অস্ট্রিয়ায় এখনও করোনার এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের খবর পাওয়া যায় নি।
কবির আহমেদ/ইবিটাইমস