ব্যুরো চীফ, স্পেনঃ লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়ার স্পেন আগমন উপলক্ষে এক সংবর্ধনা প্রধান করেছে ,বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশান ইন স্পেন। গত ১০ আগস্ট এসোসিয়েশনের হল রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ মজুমদারের সভাপতিত্বে ও সাংবাদিক ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন ,স্পেন আওয়ামীলীগের সভাপতি দুলাল সাফা ,বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি রানা আহমেদ ,বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি এ কে۔ এম জহিরুল ইসলাম,বাংলদেশএসোসিয়েশনের সদস্য আছাদুর রহমান সাদ ,সংগঠনের উপদেষ্টা সেলিম আহমেদ ও শিপন মিয়া , ,বাংলাদেশ এসোসিয়েশনের অর্থ সম্পাদক পিয়াস পাটোয়ারী |শুরুতেই কুরআন তেলওয়াত হাফিজ জহির আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ। প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট ইউনুছ ভূঁইয়া বলেন , বাংলাদেশ শুধু একটি স্বাধীনতার জন্য যুদ্ধ হয়নি |যুগান্তকারী একটি অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এ স্বাধীনতা হয়েছিলো। মানুষের জীবন যাত্রার মান বেড়েছে ,বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে | অর্থনীতির মুক্তি হয়েছে ,রেমিট্যান্স যুদ্ধাদের কারণে|প্রবাসীরা এ দেশের জাতীয় সম্পদ আখ্যা দেন তিঁনি।
রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে ,কিন্তু দেশের প্রতি সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং সর্বোপরি দেশপ্রেম সদা জাগ্রত থাকতে হবে |তবে দেশ ও জাতি এগিয়ে যাবে আগামীর উন্নয়নের পথে।
বকুল খান/ইবিটাইমস