স্পেশাল প্রতিনিধি ইতালি: ইতালির ঐতিহ্যবাহী নগরী ভেনিসে প্রবাসী দোহারবাসির আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও গ্রিল পার্টির আয়োজন করা হয় ।
গত শনিবার মেস্ত্রে পার্কো পিরাগেত্ত তে অনুষ্ঠানের আয়োজন করা হয়
প্রবাসজীবনের একগুয়েমি কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একত্রিত হন দোহার বাসি।
ইতালির ভেনিসে প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশীরা গ্রিল পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় অনুষ্ঠান স্থলটি বাংলাদেশীদের একটি মিলন মেলায় পরিণত হয়।
ঈদ পুনর্মিলনীতে ছোট শিশুর সরব ও প্রানোজ্জল সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস