অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কিশোর ও তরুণদের মাঝে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু
স্পোর্টস ডেস্কঃ রবিবার (৩১ জুলাই) ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের Sportcenter Donaucity তে এই নতুন ফুটবল ক্লাবটির উদ্বোধন করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় খেলাধূলা বিষয়ক সংগঠন বিডি স্পোর্ট এন্ড ফান্ড (BDSF) এর সভাপতি হেলাল উদ্দিন। এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার (BCCA) এর সভাপতি জাফর ইকবাল বাবলু,এফ সি ইউনিকের ইমন ও BDSF থেকে শাহেদ সহ আরও অনেকে।
উদ্বোধনী বক্তব্য BDSF এর সভাপতি হেলাল উদ্দিন বলেন, আজ অত্যন্ত খুশির দিন এই কারনে যে, অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে আজ একটি নতুন
ফুটবল ক্লাবের উদ্বোধন হতে যাচ্ছে। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে আরও বলেন, এক সময় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে ফুটবল এক সময় খুব জনপ্রিয় ছিল। হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্যকে পুনর্জীবিত করার নিমিত্তে নতুন এই ফুটবল ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগকে তিনি স্বাগত জানান। তিনি নব গঠিত এই
ফুটবল ক্লাবটির সর্বাত্মক সাফল্য কামনা করে BDSF এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু বলেন, বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদ টিপু ও এফ সি ইউনিক ক্লাবের ইমন সহ অন্যান্যদের উদ্যোগে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শিশু,কিশোর ও তরুণদের মাঝে ফুটবল খেলাকে পুনরায় জনপ্রিয় করার এই উদ্যোগ প্রশংসার দাবীদার।
তিনি বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার পক্ষ থেকে নতুন ক্লাবটির সার্বিক সাফল্য এবং BCCA এর পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে নব গঠিত বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার (BFCA) অস্ট্রিয়ার আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদ (টিপু) বলেন, এই ফুটবল ক্লাবটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল, অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির এক সময়ের জনপ্রিয় এই খেলাটিকে পুনর্জীবিত করা। তিনি খুব শীঘ্রই এই নব গঠিত
ফুটবল ক্লাবটির পক্ষ থেকে ভিয়েনায় একটি ফুটবল টুর্নামেনট ছাড়ার কথা জানান।
অনুষ্ঠানে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এফ সি ইউনিকের অন্যতম সদস্য ইমন ও BDSF এর শাহেদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউছুফ নাছের। আনুষ্ঠানিকতার পর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের নিয়ে
বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ লাল নামক দুই দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বৈরী আবহাওয়ায় অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ সবুজ দল ৫-৩ গোলে বাংলাদেশ লাল দলকে পরাজিত করে।
খেলার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সিটিজেন হেলাল উদ্দিন, জাফর ইকবাল বাবলু এবং শায়েখ আবদুস সাত্তার প্রমুখ।
কবির আহমেদ/ইবিটাইমস