আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির কথা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার আহবান

গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের সার্বিক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে, নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, গণভবনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা তার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি এই আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। শাখাওয়াত মুন জানান যে শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ প্রতিটি খাতে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরুন।”

শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ তার দলের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবা করার আহ্বান জানান। বন্যা, ঘূর্ণিঝড়, খরার মতো যে কোনো দুর্যোগে সর্বদা জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের, বিশেষ করে, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী; জানান ডেপুটি প্রেস সেক্রেটারি।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »